সিলেটে বন্ধুদের ডাকে জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পাঁচ ঘণ্টা পর মিললো যুবকের লাশ। নগরীর উপকণ্ঠে খাদিম এলাকায় লেকের পাশে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। টাকা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান শেষে ছেলের বাড়ি ফেরার কথা থাকলেও তা আর কোনদিনই ফিরে আসবেন না তিনি। এ কথা মনে হয়েই আর্তনাদ থামছে না সন্তানহারা মায়ের।
খাবারের টেবিল থেকে বন্ধুরা ডেকে নিয়ে যায় নাইমকে, জানান তার বোন।
সিলেট নগরীর খাদিমপাড়ার মোহাম্মদপুরের বাসা থেকে মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে কল পেয়েই বের হয়ে যান তিনি। পরে সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার কৃষি গবেষণা খামারের লেকের পাশ থেকে নাইমের লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করে জড়িতদের বিচার চেয়েছেন নিহতের মা।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মোবাইল সংক্রান্ত টাকা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান এসএমপি অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্লাহ তাহের।
খাদিমপাড়া এলাকার একটি স্টিল মিলে কাজ করতো নাইম।