ইতালিয়ান সুপার কাপের ফাইনালে মাঠে নামতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর য়্যুভেন্তাস। প্রতিপক্ষ বর্তমান কোপা ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
বছর শুরু হতে না হতেই য়্যুভেন্তাসের সামনে শিরোপা উল্লাসে মাতার হাতছানি। তবে, সেটা তখনই সম্ভব যখন তারা ইতালিয়ান সুপার কাপের ফাইনালে হারাতে পারবে নাপোলিকে। হ্যাঁ, আজ রাতেই ফাইনালের মঞ্চে মুখোমুখি হচ্ছে দু'দল।
কিন্তু এ ম্যাচে মাঠে নামার আগে খুব একটা ভালো ফর্মে নেই য়্যুভেন্তাস। কারণ সম্প্রতি লিগে ইন্টার মিলানের কাছে তারা হেরেছে। অন্যদিকে, দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়াম থেকে ফিওরেন্তিনার বিপক্ষে জয় নিয়ে দারুণ ফর্মে আছে নাপোলি।
দু'দলের হেড টু হেড পরিসংখ্যানে অবশ্য এগিয়ে তুরিনের ওল্ড লেডিরা। ৩৬ দেখায় জিতেছে ১৯ ম্যাচ। হার ১৩টি আর ড্র হয়েছে চার ম্যাচে।
দু'দল শেষ মুখোমুখি হয়েছিলো গেল আসরের ইতালিয়ান কাপের ফাইনালে। সেবার পেনাল্টি শ্যুটআউটে য়্যুভেন্তাসকে হারিয়ে শিরোপা উল্লাসে মেতেছিল নাপোলি। এ ম্যাচে তাই বেশ সাবধানেই থাকতে হবে আন্দ্রে পিরলোর শিষ্যদের।
ইনজুরির কারণে এ ম্যাচে কোচ পাচ্ছেননা আর্জেন্টাইন তারকা পাওলো দিবালাকে। করোনার সংক্রমণ কাটিয়ে বেশ কিছু ফুটবলার ফিরলেও তাদের নিয়ে আছে শঙ্কা। তবে, রোনালদো, রামসি, মোরাতারা থাকায় কিছুটা নির্ভার থাকতেই পারেন কোচ।