পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও স্থানীয় সাংসদ বেগম হাবিবুন নাহার বলেছেন, অতীতে কে কি করেছেন তা নিয়ে চিন্তা না করে নিজে কতটুক করবেন সেটি ভাবুন। মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
বুধবার (২০ জানুয়ারি) সকালে মোংলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উপমন্ত্রী আরও বলেন, নিজেকে ভাল বললেই ভাল হওয়া যায় না, কাজের মধ্যেই ভাল মন্দের প্রতিফলন হবে। পাশাপাশি আপনাদের সঠিক কাজের ফলে আমাদের মোংলা-রামপালের অভিভাবক খুলনা সিটি মেয়র তালুকদার আ. খালেক সরকারকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। তিনি নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের জনগণের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের সমস্যার কথা মাথায় রেখে এক যোগে কাজ করার আহবান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোংলা পোর্ট পৌরসভার নব নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, ১নং-ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী আকন।
এছাড়াও, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, সাবেক পৌর মেয়র আলহাজ্ব শেখ আব্দুস সালাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সরবাড়িয়া খানম দড়িয়া, উপজেলা যুব লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইসরাফিল হাওলাদারসহ সকল ইউনিয়নের চেয়ারম্যান ছাড়াও উপজেলা ও পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগসহ আওয়ামী লীগ সমর্থিত নব নির্বাচিত কাউন্সিলররা এবং স্থানীয় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।