রাজধানীর বিমানবন্দর এলাকায় বিভিন্ন সময় খুন ও ডাকাতির ঘটনায় জড়িত মূলহোতাসহ ৬ জনকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে তাদের পিকআপ গাড়িসহ দেশীয় অস্ত্রশস্ত্র। চুরি ডাকাতি বেড়ে যাওয়ার ঘটনায় শুধু গোয়েন্দা নজরদারি নয় নিয়মিত অভিযান বাড়ানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, পিকআপ থেকে গত ২৮ ডিসেম্বর রাতে আপন নামে একজনকে ফেলে দেয়া হয়। পুলিশ জানায়, রাত ১১টার পর আপন ও তার সঙ্গী নজরুল দক্ষিণখানের বাসা থেকে বের হয়ে কারওয়ান বাজার যাওয়ার জন্য কাওলা ফুটওভার ব্রিজ এলাকায় আসেন। এসময় দাঁড়িয়ে থাকা পিকআপটি কারওয়ান বাজারের যাত্রী তুলছিল। আপন ও নজরুল ওই পিকআপে ওঠেন। আগে থেকে যাত্রীবেশে ওঁৎ পেতে থাকা ডাকাত দল তাদের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। এ ঘটনায় মারা যান আপন।
এ হত্যার ঘটনায় অভিযান চালিয়ে প্রধান আসামি সজলসহ ছয় জনকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জানায় আব্দুল্লাহপুর থেকে কারওয়ান বাজার, রামপুরা থেকে যাত্রাবাড়ী, যাত্রাবাড়ি থেকে ভুলতা গাউছিয়ায় ডাকাতি করত তারা। রাতের বেলায় টাকা নিয়ে বের হয় ফলমূল ও সবজি ব্যবসায়ীরা, তাই তাদের টার্গেট করেই ডাকাতি করতো এ ডাকাত দল।
পুলিশ জানায় নিয়মিত গোয়েন্দা নজরদারির পাশাপাশি এসব ঘটনায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
বুধবার (২০ জানুয়ারি) ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, চলতি মাসের ৬ তারিখে একটি মামলা রুজু হয়, তদন্ত সাপেক্ষে ১৯ জানুয়ারি (মঙ্গলবার) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও কিছু টাকা জব্দ করা হয়। মূলত তাদের টার্গেট ছিল ফলমূল-সবজি বিক্রেতা ব্যবসায়ীরা। সপ্তাহের কয়েকদিন তারা বেছে নিত এ কাজ করার জন্য।
অপরাধীরা সপ্তাহে একাধিক দিন ও দৈনিক একাধিক বার ডাকাতির ঘটনা ঘটাতো বলেও পুলিশ জানায়।