রাজধানীর কামরাঙ্গীর চরে বেড়িবাঁধ এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (২০ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বেড়িবাঁধ এলাকার রাস্তা পার হওয়ার সময় তার পিকআপ ভ্যানের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, পিকআপ ভ্যানচালক রাকিব অজ্ঞাতপরিচয় ওই পথচারীকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাটি কামরাঙ্গীর চর থানাকে জানানো হয়েছে।