ইতালির জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটেও প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে আস্থা ভোটে বিজয়ী হয়েছেন। ফলে ইতালির বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাওয়ার স্বীকৃতি পেল। মঙ্গলবার রাতে উচ্চকক্ষ সিনেটে ১৫৬ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। বিপক্ষে ভোট পড়ে ১৪০টি।
অবশেষে ইতালির রাজনৈতিক সংকটের সমাধান হলো। ১৬ জন সিনেটর ভোট দেওয়া থেকে বিরত থাকে।
এর আগে সোমবার নিম্নকক্ষে আস্থা ভোটের মুখোমুখি হন জুসেপ্পে কন্তের নেতৃত্বাধীন কোয়ালিশন সরকার। আস্থা ভোটে তার পক্ষে ৩২১ ভোট পড়ে। বিপক্ষে পড়েছিল ২৫৯টি। সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেঞ্জির দল ‘ইতালিয়া ভিভা’ জোট থেকে সরে দাঁড়ালে আস্থা ভোটের প্রয়োজন দেখা দেয়।
কন্তের এ বিজয়ে ইতালি প্রবাসী বাংলাদেশিসহ প্রবাসীরা সন্তোষ প্রকাশ করেছেন।
ইতালিতে ২০১৮ সালে জাতীয় নির্বাচনের পর ফাইভ স্টার মুভমেন্ট এবং লেগা নর্থ কোয়ালিশন সরকার গঠন করে। ২০১৯ সালে লেগা নর্থ অনাস্থা প্রস্তাব দিলে জুসেপ্পে কন্তে পদত্যাগ করেন। পরে ডেমোক্রেটিক পার্টির সঙ্গে কোয়ালিশন সরকার গঠন করে ফাইভ স্টার মুভমেন্ট। আবারো প্রধানমন্ত্রী হন কন্তে।