অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে আনন্দের বন্যা বইছে ভারত জুড়ে। ৩২ বছর পর ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে হারানোয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সভাপতি, সৌরভ গাঙ্গুলি ৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট দলকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহানে-শুভমান গিলদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি।
৩২ বসন্ত দোর্দন্ড প্রতাপে কাটিয়ে দিয়েছে অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, রিকি পন্টিং কিংবা হালের স্টিভেন স্মিথরা। ব্রিসবেন ম্যাচ যে দলই খেলুক, কলার উঁচু করে ট্রফি হাতে নিয়ে বাড়ি ফিরবে অস্ট্রেলিয়া। এমন অলিখিত নিয়ম করে ফেলেছিল। গ্যাবায় অজিদের হারাবে সাধ্য কার? দম্ভ চূর্ণ হল এবার। গ্যাবায় উড়তে থাকা অজিদের মাটিতে নামিয়ে আনল নবীনদের নিয়ে গড়া ভারত দল।
আগে যা কেউ করে দেখাতে পারেনি, এমন কান্ডে সারা ক্রিকেটবিশ্বে বিষ্ময়। শুভকামনা বইছে নটরাজন-গিলদের জন্য। অভূতপূর্ব সাফল্যে আনন্দ বইছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী এই খুশিতে ভারতীয় ক্রিকেট দলকে ৫ কোটি রুপী পুরস্কার ঘোষণা করে দিয়েছে। যা হয়তো অনুপ্রেরণা যোগাবে গোটা দলকে।
ঐতিহাসিক জয়ে অভিনন্দনের বার্তা বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়ে লিখেছেন। এই জয় এক মাইলফলক! তরুণদের এমন সাফল্যে অবাক তিনি।
দলের এমন ঐতিহাসিক জয়ে সাথে নেই। বাবা হওয়ায় সিরিজের মাঝপথে দেশে ফিরেছেন বিরাট কোহলি। কিন্তু না থেকেও টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানাতে ভোলেননি কুলি।
ভারতের জয়ে দলকে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন লিটল মাস্টার শচিন টেন্ডুলকার। ৩৬ রানে অল আউট হওয়া দলটার এমন প্রত্যাবর্তন ভাবতেও পারেননি তিনি।
বাদ যায়নি টাইগাররাও। টেস্ট ক্রিকেটে পার্শ্ববর্তী দেশের এমন সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম।
এছাড়াও ভারতীয় ক্রিকেট দলকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন য়্যুভরাজ সিং, শাহরুখ খান, স্যার ভিভ রিচার্জরা।