আন্তর্জাতিক সার্কিটে ফেরার সিরিজকে ঘিরে উইকেট থেকে মাঠ ও মাঠের বাইরে হোম অব ক্রিকেটকে সাজিয়ে তুলতে ব্যস্ত কর্মীরা। করোনাকালে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত বিসিবি।
মাথায় উঠেছে সূয্যি মামা, তারপরও কুয়াশায় চাঁদর চিঁড়ে দৃষ্টি যদ্দুর যায় তাতে ক্রিকেটারদের চেনা দায়। আপাতত ফুটবলে মজলেও, মগজ থেকে মননে ওরা প্রস্তুত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে। তবে প্রস্তুতিটা তাদের একার নয়। চূড়ান্ত স্কোয়াডে থাকা টাইগারদের সঙ্গে পাল্লা দিয়ে ওদের রণক্ষেত্র প্রস্তুতে ব্যস্ত গ্রাউন্ডস স্টাফরা। চীফ কিউরেটর গামিনি চেয়ার পেতে বসে তদারকি করছেন উইকেটের।
লাগাতার চক্কর কেটে গোটা মাঠের ঘাসগুলোকে সমান করছে মোয়ার। বাউন্ডারির পাশেই তখন ব্যস্ততা অফিশিয়াল ব্রডকাস্টার কর্মীদের। দর্শকশূন্য মাঠে একটা মুহূর্তও যেন টিভি সেটের সামনে অদেখা না রয়ে যায়, সেই চেষ্টায় বুদ তারাও। শেষ মুহূর্তে থার্ড আম্পায়ারের অ্যানালগ সিগন্যাল লাইটটা পরখ করছেন টেকনিশিয়ানরা।
গ্যালারির ওপর দিয়ে একের পর এক বিজ্ঞাপনদাতাদের ব্যানার ঝুলাতে ব্যস্ত কেউ। কেউ বা মিডিয়া সেন্টারের ফাঁকা প্রাঙ্গণে ফ্রেমে এঁটে দিচ্ছেন সেসব। করোনার মহামারীতে লম্বা সময় পর বিসিবি’র কাছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অ্যাসাইনমেন্ট বেশ চ্যালেঞ্জিং। তবে বোর্ড বেশ ভালোভাবেই প্রস্তুত।
প্রেসিডেন্টস কাপ আর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আয়োজন করে বায়োবাবলে মোটামুটি অভিজ্ঞতা হয়েছে ঢাকার টিম হোটেলের। তবে চট্টগ্রাম নিয়েও আগেভাগেই হোম ওয়ার্ক সেরে ফেলেছে বিসিবি।