প্রাকৃতিক দুর্যোগ যেন পিছু ছাড়ছে না ইন্দোনেশিয়ায়। একের পর দুর্ঘটনায় বিপর্যস্ত দেশটিতে এবার হানা দিয়েছে বন্যা। দেশটির সাউথ কালিমানতান প্রদেশে গেল দশদিন ধরে চলা অব্যাহত ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশটির বানজারমাসিন শহর। বন্যায় এরইমধ্যে অঞ্চলটি ছেড়ে গেছেন কয়েক লাখ মানুষ। ভেসে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। কোথাও কোথাও ভেঙে পড়েছে সংযোগ সেতু। ফলে, ব্যাহত হচ্ছে যান চলাচল। এছাড়াও খাবার ও প্রয়োজনীয় ওষুধ সংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন অনেকে।
একজন বলেন, 'আমাদের জরুরি ভিত্তিতে শিশুখাদ্য প্রয়োজন। খাবারের অভাবে আমাদের বাচ্চারা কষ্ট পাচ্ছে।'
এদিকে, বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। এসময়, গেল ৫০ বছরের মধ্যে একে কালিমানতানের সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে অভিহিত করেন তিনি।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্র অভিমুখী অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে সংঘর্ষ মেক্সিকো বাহিনীর
কর্তৃপক্ষ বলছেন, `বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ, গেল ৫০ বছরেও এ রকম পরিস্থিতির মুখোমুখি হননি এখানকার মানুষ। নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্রায় ১০টি শহর তলিয়ে গেছে। আমরা ক্ষয়ক্ষতি নিরুপণ করে যতদ্রুত সম্ভব ত্রাণ সহায়তার ব্যবস্থা করছি।'
এদিকে, অব্যাহত ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াতেও। গেল কয়েকদিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেলে বহু ঘরবাড়ি। রাস্তাঘাট ডুবে যাওয়া ব্যহত হচ্ছে যান চলাচল। বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।