শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম ও অন্য একাধিক ওষুধ যারা খান তাদের কোভ্যাক্সিন নিতে নিষেধ করেছে ভারত বায়োটেক। এ নিয়ে বিস্তারিত একটি তথ্য-পত্র প্রকাশ করেছে সংস্থাটি।
ভারতে করোনার টিকা দেওয়া শুরু হওয়ার পর ৫৮০ জনের শরীরে এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের মৃত্যুও হয়েছে। তবে সেসব মৃত্যু করোনার টিকার কারণে নয় এমনটাই সোমবার (১৮ জানুয়ারি) নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।
ভারত বায়োটেক জানিয়েছে, যাদের শরীরে রক্তপাত জনিত সমস্যা রয়েছে, তারাও যেন কোভিড টিকা এড়িয়ে যান। যারা অত্যন্ত অসুস্থ, কিংবা কোনও অ্যালার্জির ইতিহাস রয়েছে যাদের, অথবা অন্তঃসত্ত্বা মহিলাদেরও করোনা টিকা এড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
তবে চিকিৎসকরা বলছেন, এই তথ্য-পত্র কেবল মাত্র শরীরে বড়সড় কোনও প্রভাব পড়লে, তা মেনে চলার জন্য। তবে সারা ভারত থেকেই করোনার টিকা নেওয়ার পর একাধিক পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া গিয়েছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা