জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে নিয়ে এক তৈরি পোশাক শ্রমিককে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাকে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত নাজমুল হাসান বাবু (২৫) নিলক্ষিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা হিসেবে কর্মরত রয়েছেন।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, শ্রীবরদী উপজেলার বালুগাও গ্রামের এক কৃষকের মেয়ে (২০) ছোট বেলা থেকে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামের নানা বাড়িতে থাকেন। দুই বছর আগে ওই মেয়ে একটি তৈরি পোশাক কারখানায় চাকরি নিলে গত বছর করোনা ভাইরাসের কারণে তাকে চাকরিচ্যুত করা হয়।
সম্প্রতি ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় নতুন করে চাকরিতে যোগদানের জন্য গত ১৪ জানুয়ারি ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধন নিতে গেলে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নাজমুল হাসান বাবু তাকে ইউনিয়ন পরিষদে যেতে বলে। সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে গেলে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় নাজমুল হাসান বাবু ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাকে ধর্ষণ করেন।
এ ঘটনায় পোশাককর্মী সোমবার রাতে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে নিলক্ষিয়া বাজার এলাকা থেকে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নাজমুল হাসান বাবুকে পুলিশ গ্রেফতার করেন।
ধর্ষণের ঘটনায় পোশাককর্মী বাদী হয়ে দুই জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।