বগুড়ার শিবগঞ্জের জমি নিয়ে বিরোধের জেরে কিশোর ভাতিজাকে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে আপন চাচার বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (১৮ জানুয়ারি) রাতে থানায় মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, গত ৮ জানুয়ারি বিকেলে উপজেলার মধুপুর গ্রামে চাচা সাইফুলের হাতে মারধরের শিকার হয় ভাতিজা মাহতাব আলী (১৪)। পরে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১৮ জানুয়ারি বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাহতাব আলী (১৬) ওই এলাকার জিয়াউল হকের ছেলে ও স্থানীয় রহবল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি এস এম বদিউজ্জামান বলেন, পরিবারের লোকজন এসে মামলার দায়ের করেছে।
নিহতের আরেক চাচা দুলা ফকির বলেন, আমার ছোট ভাই সাইফুল আমাকেও মেরে ফেলবে বলে হুমকি ধামকি দিচ্ছে। তার দখলকৃত ৪ শতক জমির দলিলপত্র দেখতে চাওয়ায় আমার ভাতিজাকে পিটিয়ে হত্যা করে সাইফুল ও তার লোকজন।