মাঘের শুরুতেই মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দেশের উত্তর ও মধ্যাঞ্চল। প্রতিদিন সকাল দশটা পর্যন্ত ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না। তাপমাত্রা কিছুটা বাড়লেও হিমেল হাওয়ায় কমছে না শীতের তীব্রতা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
পঞ্চগড়
বেলা গড়িয়ে দুপুরেও হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়ে দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশা আর শীতের তীব্রতায় জুবুথুবু জীবন। অতিরিক্ত ঠান্ডায় বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ। শীতের কাপড় না থাকায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের আপ্রাণ চেষ্টা ছিন্নমূল মানুষের।
দিনাজপুর
দিনাজপুরেও জেঁকে বসেছে শীত। গত কয়েকদিনের তুলনায় শীতের প্রভাব বাড়ায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বেরিয়েও কাজ না পেয়ে কষ্টে দিন কাটছে শ্রমজীবীদের।
কুড়িগ্রাম
কুড়িগ্রামে তাপমাত্রা কমায়, বেড়েছে শীতের তীব্রতা। সকাল দশটার পর সূর্যের দেখা মিললেও কমেনি ঠান্ডা। মানুষের পাশাপাশি শীতে কাহিল প্রাণীরাও।
এছাড়া, শরীয়তপুর, ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে বেড়েছে শীতের তীব্রতা। আরো দু-একদিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।