বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পও বিরল নজির স্থাপন করতে চলেছেন। এই প্রথম কোনো ফার্স্ট লেডি তার উত্তরসূরীকে হোয়াইট হাউজে আমন্ত্রণ না জানিয়েই বিদায় নিচ্ছেন, যা মার্কিন ইতিহাসে বিরল। একইসঙ্গে এ যাবতকালে সর্বনিম্ন জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউজ ছাড়ছেন তিনি। হোয়াইট হাউজে কাটানো চার বছর স্মরণীয় সময় উল্লেখ করে বিদায়ী ভাষণে মার্কিন জনগণকে ধন্যবাদ জানান মেলানিয়া ট্রাম্প।
মার্কিন ইতিহাসে স্বামী ডোনাল্ড ট্রাম্পের মতো অনেকটা অসম্মানজনকভাবেই বিদায় নিতে যাচ্ছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তার জনপ্রিয়তাও একেবারে তলানিতে।
সিএনএন ও মার্কিন গণমাধ্যমগুলোর জরিপ অনুযায়ী ইতিহাসে সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে বিদায় নিতে হচ্ছে মেলানিয়াকে। তবে নিজের জনপ্রিয়তা কমলেও এখনো ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তিনি। পেয়েছেন সম্মান।
গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত রেকর্ডকৃত বিদায়ী ভাষণে মার্কিনদের ধন্যবাদ জানান বিদায়ী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ভাষণে করোনা মহামারির মধ্যে সেবা দিয়ে যাওয়ায় চিকিৎসক, নার্সসহ প্রথমসারীর করোনাযোদ্ধাদের ধন্যবাদ জানান তিনি।
সহিংসতার মাধ্যমে কোনো কিছু অর্জন করা যায় না উল্লেখ করে সবাইকে ধৈর্যশীল হওয়ারও আহ্বান জানান বিদায়ী ফার্স্ট লেডি।
হোয়াইট হাউজ ছাড়ার সময় ঘনিয়ে এলেও স্থলাভিষিক্ত হতে যাওয়া ফার্স্ট লেডি জিল বাইডেনকে এখনো আমন্ত্রণ জানাননি মেলানিয়া। এই প্রথম কোনো ফার্স্ট লেডি তার উত্তরসূরীকে বাসায় আমন্ত্রণ না জানিয়েই বিদায় নিচ্ছেন, যা মার্কিন ইতিহাসে বিরল।