মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কের কিটিংচর নামক স্থানে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আহত কমপক্ষে ১০ জন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টা আঞ্চলিক সড়কের কিটিংচর স্থানে ঢাকাগামী শুকতারা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে অপর দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মো. শাহ আলম মারা যান। তার বাড়ি সিঙ্গাইর উপজেলা আংকারা গ্রামে। এবং বাসটি পাশের খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়।