হারাগাছায় অনুমোদনহীন ও নকল কয়েল তৈরির কারখানায় অভিযান চালিয়েছে রংপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় দু’টি কারখানার মালিককে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে র্যাব-১৩ ও বিএসটিআইয়ের সহযোগিতায় রংপুরের হারাগাছার নিশাত কয়েল ফ্যাক্টরি ও কাজল কয়েল ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। এ সময় নিশাত কয়েল ফ্যাক্টরিকে ৪০ হাজার ও কাজল কয়েল ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট।
ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় নকল কয়েল তৈরি কারখানার আছে- এমন তথ্য পাওয়া পর অভিযান চালানো হয়।
মানবদেহের জন্য ক্ষতিকর কয়েল উৎপাদন ও বাজারজাত তারা করে আসছিল। এসব ফ্যাক্টরির কোনো নিবন্ধন বা অনুমোদন সংক্রান্ত কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি বলেও জানান তিনি।