তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। সংঘর্ষে জড়িয়ে পড়ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকরা। বরিশালের মেহেন্দীগঞ্জ পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।
বরিশালের মেহেন্দীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুর মোহাম্মদ জমাদ্দারের পক্ষে কাজ করছিলেন আওয়ামী লীগ কর্মী আফসার সিকদার। এরই জেরে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী নিপ্পন তালুকদারের সমর্থকরা রোববার দুপুরে পৌরসভার পাতারহাট আরসি কলেজের সামনে আফসারের ওপর হামলা চালায়। ইটের আঘাতে অচেতন হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৮ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয় বলে জানান আফসারের ছেলে রাসেল সিকদার ও মেহেন্দীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নূর মোহাম্মদ জমাদ্দার।
এ ব্যাপারে অভিযুক্ত কাউন্সির প্রার্থী নিপ্পন তালুকদারকে মোবাইল ফোনে চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনা তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান।
আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে দেশের ৬৪টি পৌরসভায় ভোটগ্রহণের কথা রয়েছে।