সামরিক শক্তিতে বিশ্বের কোন কোন দেশ কত নম্বরে অবস্থান করছে, ২০২১ সালের সে তালিকা প্রকাশ করেছ গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি)। ১৩৮টি দেশের ৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে জিএফপি নামের একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের ‘২০২১: মিলিটারি স্ট্রেন্থ র্যাংকিং’ তালিকা প্রকাশ করে।
প্রকাশিত তালিকায় দেখা গেছে, প্রতিবছরের মত এ বছরও সামরিক শক্তিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র।
তালিকার শেষ দেশ হিসেবে ১৩৮ নম্বরে আছে ভূটান। আসুন দেখে নেওয়া যাক এই তালিকার শেষ দশে কোন দেশগুলো রয়েছে।
১। ভূটান
২। লাইবেরিয়া
৩। সোমালিয়া
৪ সিয়েরা লিওন
৫। সুরিনাম
৬। নর্থ মেসিডোনিয়া
৭। গাবন
৮। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
৯। পানামা
১০। বুর্কিনা ফাসো