অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত গত তিন মাসে ঢাকা জেলাসহ আশপাশের ৫ জেলায় অভিযান চালিয়ে ৫৯টি অবৈধ ইটভাটা এবং দুটি টায়ার ও ব্যাটারি রিসাইক্লিং কারখানাও বন্ধ করা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) পরিবেশ অধিদফতরের দেওয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ প্রতিবেদন পাওয়ার কথা জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
প্রতিবেদনে বলা হয়, বায়ুদূষণ রোধে যানবাহনের ক্ষতিকর ধোঁয়া, রাস্তার পাশে অপরিকল্পিত নির্মাণসামগ্রী রাখা, অবৈধ ইটভাটা, টায়ার ও ব্যাটারি রিসাইক্লিং কারখানার বিরুদ্ধে ৩০টি অভিযান চালিয়ে মোট ১৮৯টি মামলা করা হয়েছে।
এ সময় জরিমানা আদায় করা হয়েছে প্রায় দুই কোটি টাকার মতো। ঢাকা ছাড়া অন্য ৪ জেলা হলো-গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ।