করোনা সংক্রমণের কারণে এবারের জাতীয় কবিতা উৎসব স্থগিত করা হয়েছে। জাতীয় কবিতা উৎসব প্রতিবছর ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে আসছিল। অমর একুশে গ্রন্থমেলার পাশাপাশি এ উৎসবও সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে করোনা পরিস্থিতিতে এবার বইমেলাও ১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হচ্ছে না।
এ বছরেই হবে বইমেলা। তবে তারিখ এখনো নির্ধারিত হয়নি। বাংলা একাডেমির সম্মেলন কক্ষে বইমেলা নিয়ে লেখক-প্রকাশকদের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন সংস্কৃতিপ্রতিমন্ত্রী কে এম খালিদ।
রোববার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত জাতীয় কবিতা পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় কবিতা উৎসব স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি তারিক সুজাতের পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, করোনা উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় কবিতা উৎসব-২০২১ ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে না। পরবর্তী সময়ে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে উৎসবের তারিখ ও সময় ঘোষিত হবে।
সভার শুরুতে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী মুর্তজা বশীর, কবি বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, শিল্পী আজাদ রহমান, অজয় কর, অভিনয়শিল্পী আলী যাকের, কবি আবুল হাসনাত, কথাসাহিত্যিক রাহাত খান, কথা সাহিত্যিক রশীদ হায়দার, কবি আলম তালুকদার, নাট্যকার মান্নান হীরা, কবি হিমেল বরকত, কবি আয়াত আলী পাটওয়ারীসহ শিল্প-সাহিত্য অঙ্গন ছাড়াও বিভিন্ন অঙ্গনের যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষাপটে ১৯৮৭ সালে যাত্রা শুরু হয় জাতীয় কবিতা উৎসব।