সিরাজগঞ্জে পৌরসভা নির্বাচনে উভয়পক্ষ আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর।
তিনি বলেন, মিছিলে হামলা করে যেমন অপরাধ করা হয়েছে তেমনি ৪৮ ঘণ্টার আগে বিজয় মিছিল বের করাও বিধিবহির্ভুত কাজ।
রোববার (১৭ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচন পরবর্তী আমাদের বিধিতে বলা আছে কোনো বিজয় মিছিল করা যাবে না ৪৮ ঘণ্টার মধ্যে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ওই প্রার্থী বিজয় মিছিলের মতো বের করেছিলেন, সেখানে দুঃখজনক ঘটনাটি ঘটে। এটি আমাদের কাম্য নয়। দুটো ঘটনাই আমাদের কাম্য নয়। একটা হচ্ছে বিজয় মিছিলটা বের করা ঠিক হয়নি, অন্যদিকে এ বিজয় মিছিলে তাকে যে দুষ্কৃতি হত্যা করেছে এটা খুবই নিন্দনীয়। আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনে যে সুনাম সেটা ক্ষুণ্ণ করার জন্য অপশক্তিরা এসব করেছে।
শনিবার সিরাজগঞ্জে পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণের পর ভোটকেন্দ্রে বিএনপির কাউন্সিলর প্রার্থীকে হত্যা করে দুর্বৃত্তরা।