কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামে জমি দখল নিয়ে সংঘর্ষে বাকিনুর ইসলাম (৩২) নামের এক যুবক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন, জহুরুল হক (৩৫), খলিল উদ্দিন (৬০), আজিমুদ্দিন (৪০), বেলাল হোসেন (৫০) ও আমিনুর (৩২)।
রোববার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সংঘঠিত সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, খোঁচাবাড়ী গ্রামের ছলিম মিস্ত্রি দীর্ঘদিন ধরে তার স্বত্ব দখলীয় দুই একর জমি চাষাবাদ ক্রমে ভোগদখল করে আসছেন। এবারও তিনি ওই জমিতে সরিষা আবাদ করেছেন। এ অবস্থায় কিছুদিন আগে একই এলাকার সহিদুল মেম্বার গং ওই দুই একর জমির মালিকানা দাবি করেন। রোববার বিকেলে ছলিম মিস্ত্রি লোকজন নিয়ে ওই জমিতে তার আবাদকৃত সরিষা তুলতে গেলে সহিদুল মেম্বার গং তাতে বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ছলিম মিস্ত্রির ছেলে বাকিনুর ঘটনাস্থলে নিহত এবং তাদের পক্ষের পাঁচজন আহত হন। আহতদের জেলা সদরের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় আনার কার্যক্রম চলছে। ময়নাতদন্তের জন্য লাশ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।