কুষ্টিয়া পৌরসভার ১০নং ওয়ার্ডের নির্বাচন ঘিরে নিজের ও সমর্থকদের ওপর হামলা, জীবননাশের হুমকি ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কাউন্সিলর পদে পরাজিত মো. গোলাম মোস্তফা লাভলু।
রোববার (১৭ জানুয়ারি) বিকেলে শহরের মিলপাড়া দেবীপ্রসাদ স্পোর্টিং ক্লাবে এ সম্মেলনে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন ও সরকারের কাছে দাবি জানান বর্তমান এ কাউন্সিলর।
সংবাদ সম্মেলনে লাভলু তার লিখিত বক্তব্যে অভিযোগ করেন, আমার প্রতিপক্ষ কিশোর কুমার ঘোষ জগত ও তার বাহিনী নির্বাচন চলাকালীন নানা অনিয়ম ও জালিয়াতি করে ও আমার সমর্থকদের হুমকি দিয়েছে। নির্বাচন শেষে জয়ী বেসরকারিভাবে জয়ী হয়েই বেপরোয়া হয়ে ওঠেন তারা। শুরু হয় তার সন্ত্রাসী কর্মকাণ্ড। কিশোর কুমারের নেতৃত্বে ওয়াহেদ খান রনি, রবিউল হক খান, নুর আলম, রাজা, লিটন, রিপন, হাশেম, সোহেল, সকো, কামরুলসহ আরেও অনেকেই উশৃঙ্খল কর্মী সমর্থক নিয়ে আমার বড় ভাই ফজলে করিম খোকার বাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করেন। যা সিসিটিভি ফুটেজে ধারণ করা আছে। এছাড়াও আমার সহযোগী ছোট ভাই মো. দ্বীন ইসলামের বাড়ি ভাঙচুর করে ও জীবননাশের হুমকি দেয়। সহকর্মী আলমকেও হুমকি দেয়া হয়। আমার অপর সহকর্মী আব্দুল ওয়াহাবের বাড়িতে ভাঙচুর করেন তারা। এ বিষয়টি আমি আপনাদের মাধ্যমে পুলিশ সুপারকে অবহিত করতে চাই।
তিনি আরেও বলেন, ওয়ার্ডবাসী আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেই সাথে আমিসহ আমার পরিবারও চরম হুমকির মুখে রয়েছে। তাই আমি প্রশাসন ও তথা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি।
এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।