ফরিদপুর বাসস্ট্যান্ডে রাখা পাঁচটি বাস আগুনে পুড়ে গেছে। ঘটনাটিকে ফরিদপুর বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা নাশকতা বলে অভিযোগ করেছেন। বাস মালিকরা বিষয়টি দ্রুত তদন্তের দাবি করেছেন। রোববার (১৭ জানুয়ারি) দিনগত রাতে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে।
ফরিদপুর বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, রাতে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশে তাদের পাঁচটি বাসে আগুন লাগালে দুইটি বাস একেবারেই পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফরিদপুরের ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সহায়তায় বাকি তিনটি বাসের সামান্য ক্ষতি হয়। এ ঘটনায় বাস মালিক-শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা এখন স্ট্যান্ডে বাস রাখতে ভয় পাচ্ছেন।
এ ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির দাবিও জানান তিনি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।