চার দফা দাবি পূরণে বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার (১৭ জানুয়ারি) সকালে বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভ সমাবেশ করে তারা।
এর আগে পাঁচ শতাধিক শিক্ষার্থীদের একটি মিছিল বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে।
বিক্ষোভ থেকে দাবি জানিয়ে বলা হয়, শর্ট সিলেবাস তৈরি করে বন্ধ থাকা সেমিস্টারগুলোর ক্লাস চালু করে পরীক্ষা নেওয়া, সেশনজট না করে সংক্ষিপ্ত শিক্ষাবর্ষের মাধ্যমে কার্যক্রম শেষ করা, অতিরিক্ত ফি প্রত্যাহার এবং প্রাইভেট পলিটেকনিকের সেমিস্টার ফি অর্ধেক করতে হবে।
এ ছাড়া ডুয়েটসহ সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বৃদ্ধি করে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিএসসি করার সুযোগ দেওয়া, ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার জন্য নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনেরও দাবি জানায় শিক্ষার্থীরা।
সমাবেশে সমন্বয়ক রাকিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাফিউল ইসলাম, তাহসান ইসলাম, সাইফুল ইসলাম, সাবিনা ইয়াসমিন প্রমুখ।
রাকিবুল ইসলাম তার বক্তব্যে বলেন,‘সারাদেশের শিক্ষার্থীরা এক পরিবার, কিন্তু শিক্ষামন্ত্রী পলিটেকনিক শিক্ষার্থীদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ দেখাচ্ছেন। কোনো রকম প্রস্তুতি ছাড়া পরীক্ষার আয়োজন চলছে। বিভিন্ন পরিসরে ক্লাস শুরু হলেও পলিটেকনিক শিক্ষার্থীদের অনলাইন ক্লাস শুরু হয়েছে মাত্র ক’দিন হলো। অভিভাবকদের পর্যাপ্ত আয় না থাকলেও বেসরকারি পলিটেকনিকগুলোর সেমিস্টার ফির বোঝা কমানো হয়নি। অবিলম্বে এমন বৈষম্য সৃষ্টিকারীদের সবাইকে পদত্যাগ করতে হবে।’
অবিলম্বে ৪ দফা দাবি মানা না হলে মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।