বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। প্রেমিক সুরাজ নাম্বিয়ারে সঙ্গেই সাতপাকে বাঁধা পড়বেন তিনি। শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।
দুবাইয়ের ব্যবসায়ী সুরাজ নাম্বিয়ারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মৌনি। করোনার সময়ে তাদের প্রেমের সূচনা হয়েছিল। লকডাউনে দুবাই ছিলেন মৌনি। সেখানে থাকা অবস্থায় সুরাজের সঙ্গে প্রেম হয় তার।
এর আগেও বেশ কয়েক বার সুরজের সঙ্গে মৌনির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু সেই সময় এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন মৌনি। সম্প্রতি সুরাজের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন এ অভিনেত্রী।
২০১৮ সালে অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন মৌনি। এরপর রাজকুমার রাওয়ের বিপরীতে ‘মেড ইন চায়না’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। সবশেষ অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা অভিনয় করেছিলেন মৌনি রায়।