শৈত্যপ্রবাহের কবলে দেশের উত্তরাঞ্চল। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। আরো দু-তিন দিন শীত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
মাঘের শুরুতেই দেশজুড়ে শীতের দাপট। গত কয়েক দিন প্রতিদিনই তাপমাত্রা কমে উত্তরাঞ্চলে বেড়েছে শীত। হাঁড় কাঁপানো ঠাণ্ডায় জুবুথবু জীবন।
বেলা বাড়লেও রংপুরে দেখা নেই সূর্যের। চারপাশ ঢাকা কুয়াশায়। কাজের জন্য বের হয়ে সবচেয়ে বিপাকে পড়ে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ। শীতের কাপড় না থাকায় দুর্ভোগ তাই একটু বেশিই। এদিকে দুর্ঘটনা এড়াতে সকাল ১০টা পেরিয়ে গেলেও মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে।
একদিকে করোনা, অন্যদিকে শীত জেকে বসায় বিপর্যস্ত জনজীবন। আরও দুই থেকে তিন দিন শীতের তীব্রতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রংপুর আবহাওয়া অফিস ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, জলীয়বাস্পের পরিমাণটা বেশি হওয়ার কারণে এবং সেই সঙ্গে সঙ্গে বাতাস প্রবাহের কারণে ঠান্ডাটা বেশি লাগছে। এই ঠাণ্ডাটা দু-একদিন পড়বে এরপর আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে।
রংপুরে গড় তাপমাত্রা থাকে ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস।