রাজধানীর কেরানীগঞ্জের কালিন্দীতে ব্যাডমিন্টন খেলা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে এক কিশোর নিহত ও তিনজন আহত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে অপর পক্ষের হাতে খুন হয় নবম শ্রেণীর শিক্ষার্থী সাঞ্জু। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
আবারও সামান্য বিবাদের জেরে কিশোর গ্যাং এর বিরোধের বলি হলো নবম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ সাঞ্জু। কেরানীগঞ্জের কালিন্দীতে কিশোর গ্যাংয়ের দু'পক্ষের সংঘর্ষে শনিবার রাতে নিহত হয় সে। স্বজনদের অভিযোগ, ব্যাডমিন্টন খেলা নিয়ে কয়েকদিন আগে রবিন ও রবিউল গ্রুপের সাথে কথা কাটাকাটি হয় তার। শনিবার সন্ধ্যায় আবারো কথা কাটাকাটি রূপ নেয় সংঘর্ষে।
এখন পর্যন্ত কিশোর গ্যাং এর রবিন ও রবিউলকে আটক করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ। বাকিদের ধরতে আভিযান চালাচ্ছে পুলিশ।
এ ঘটনায় আহত দু'জন মিটফোর্ড হাসপাতালে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।