মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন নিয়েছেন ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা। শনিবার (১৬ জানুয়ারি) তিনি ভ্যাকসিন নেন।
ভ্যাকসিন নেওয়ার একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন পুনাওয়ালা। সেখানে তাকে ভ্যাকসিন নিতে দেখা যাচ্ছে।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বের বৃহত্তম করোনা ভ্যাকসিন উদ্বোধন এক দুর্দান্ত সাফল্য। এটি আমার জন্যও অত্যন্ত গর্বের বিষয়, কেননা ঐতিহাসিক এই প্রচেষ্টার অংশ হিসেবে ভ্যাকসিনের কার্যকারিতা জানাতে আমি নিজেও এই ভ্যাকসিন গ্রহণে আমাদের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগদান করি।
সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশ তিন কোটি ভ্যাকসিন আমদানি করবে।