জার্মানির ক্ষমতাসীন দল ক্রিস্ট্রিয়ান ডেমোক্র্যাট ইউনিয়নের (সিডিইউ) প্রধান নির্বাচিত হয়েছে আরমিন লাশেতে। শনিবার (১৬ জানুয়ারি) অনানুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।
দলের শীর্ষ পদের জন্য জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের পছন্দের ছিলেন মুক্তরক্ষণশীল ধারার রাজনীতিবিদ লাশেতে। দলের নির্বাচনী প্যানেলের ৯৯২ সদস্যের মধ্যে ৫২১ জন তার পক্ষে ভোট দেন।
ভোটে কট্টর রক্ষণশীল মতের রাজনীতিবিদ ফ্রিডরিচ মের্জকে অল্প ব্যবধানে হারিয়েছেন লাশেতে।
৫৯ বছর বয়সী রাজনীতিবিদ লাশেতে দেশটির সবচেয়ে জনবহুল স্টেট রাইন-ওয়েস্টফালিয়া প্রিমিয়ারের দায়িত্ব পালন করছেন।
মধ্যপন্থী এবং মুক্তচিন্তার হওয়ার কারণে আগে থেকেই ধারণা করা হচ্ছিল মারকেলের উত্তরসূরি হিসেবে লাশেতে নির্বাচিত হতে যাচ্ছে।
অন্যদিকে মের্জ অভিবাসন ইস্যুতে মারকেলের উদারনীতির কট্টর সমালোচক। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচিত হলে সিডিইউকে আরও রক্ষণশীল করবেন।
সিডিইউ’র দলীয় বার্ষিক সম্মেলন করোনা ভাইরাসের কারণে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে।
হ্যাকার এবং গোয়েন্দা সংস্থা যাতে ভোটে জালিয়াতি করতে না পারে সে জন্য সিডিইউ প্রতিনিধিরা অনলাইনের পরিবর্তে পোস্টালের মাধ্যমে ব্যালট পেপার পাঠিয়েছিলেন।
২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।