ঘন কুয়াশায় ঢাকা নীলফামারীর পথঘাট। অনেক বেলা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। এরমধ্যে আবার যোগ হয়েছে উত্তরের হিমেল হাওয়া। এতে বেড়েছে শীতের প্রকোপ। প্রচণ্ড ঠাণ্ডায় প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বের হচ্ছেন না অনেকে।
তবে জীবিকার তাগিদে কেউ কেউ বের হচ্ছেন রাস্তায়। সবচেয়ে বেশি দুর্ভোগে ছিন্নমূল মানুষেরা। শীতবস্ত্রের অভাবে বিপাকে তারা।