রাশিয়াতে তীব্র তুষারপাতে বিপর্যয় নেমে এসেছে। ভেঙে পড়েছে জীবনযাত্রা। রাজধানী মস্কো হয়ে পড়েছে অচল। কানাডার অবস্থাও বেগতিক। একই রকম পরিস্থিতি সুইডেন, ফ্রান্সসহ আরও বেশ কয়েকটি দেশের। নতুন করে তুরস্কে শুরু হয়েছে তুষারপাত।
রাশিয়ার রাজধানী মস্কোতে গেল কয়েক দিন ধরে তাপমাত্রা মাইনাস ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। সীমাহীন দুর্ভোগে সেখানকার জনজীবন। রাস্তায় গাড়ি চলাচল করতে পারছে না, মানুষের জীবনযাত্রা গেছে থমকে।
সব থেকে বেগতিক অবস্থা সাইবেরিয়া অঞ্চলের। স্থানীয়রা এক বাসিন্দা জানান, আমার জন্ম এখানে। তাই মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসও আমার কাছে স্বাভাবিক। কারণ সেভাবেই নিজেকে মানিয়ে নিয়েছি। বেঁচে থাকতে হলে উষ্ণ থাকতে হবে। সেটাই আমাদের চ্যালেঞ্জ।
ইউরোপের অন্যান্য দেশেও পরিস্থিতি বেশ নাজুক। স্পেন তুষারঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে থাকলেও, সুইজারল্যান্ডে ব্যাপক তুষারপাত হচ্ছে। প্রতিবেশী ফ্রান্স, সুইডেনের অবস্থাও ভালো নয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সৃষ্টি হয়েছে সংকট। ব্রিটেনের কয়েকটি অঞ্চলেও একই অবস্থা।
যুক্তরাষ্ট্রেও তুষারপাত অব্যাহত। কানাডাতেও একই পরিস্থিতি বিরাজ করছে।
তুরস্কে নতুন করে দেখা দিয়েছে তুষারপাত। জনজীবনে নেমে এসেছে বিপত্তি, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম।