জন্মের পর থেকে আলোচনায় কারিনা কাপুর ও সাইফ আলি খান দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান। সম্প্রতি চার বছরে পা দিয়েছে তৈমুর। এরই মধ্যে বুঝতে শুরু করেছেন লাইট-ক্যামেরার ঝলকানি।
বিষয়টি মোটেও সহ্য হয় না তৈমুরের। ক্যামেরা দেখলেই রেগে উঠে বলিউডের ছোট নবাব। এর আগেও এমন ঘটনা ঘটেছে। মায়ের ছবি তোলায় ক্যামেরার দিকে তেড়ে গিয়েছিল কিছু দিন আগে। তারও আগে, নিজের ছবি তোলার সময় ‘নো নো’ বলে চিৎকার করে ওঠে।
এবার গাড়ি থেকে নেমেই ক্যামেরা দেখে ক্ষেপে উঠল তৈমুর। এমনটাই দেখা গেছে ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে। ১৫ জানুয়ারি (শুক্রবার) ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন বলিউড পাপারাতজি যোগেন সাহ। তাতে দেখা গেছে, মায়ের সঙ্গে গাড়ি থেকে নামছে তৈমুর।
কালো মাস্কে ঢাকা কারিনার পরনে ছিল হালকা সবুজ রঙয়ের পোশাক। আর তৈমুরের পরনে ছিল কালো টি-শার্টের সঙ্গে জিন্স। ছেলে রেগে গেলেও স্বভাবসুলভভাবে ক্যামেরার দিকে হাত নাড়িয়েছেন কারিনা। তারপর তৈমুরকে নিয়ে চলে গেছে ঘরের ভিতরে।
আরও পড়ুন: তৈমুরকে বিয়ে করতে চান নোরা ফাতেহি!
তারকা দম্পতির এ সন্তান ক্যামেরাকে খুব সহজভাবে নিতে পারে না। বিষয়টি স্বীকার করেছেন তার বাবা সাইফ আলী খান। এর আগে বাবার সঙ্গে পাঞ্জাবের ধর্মশালায় ঘুরতে গিয়েছিল বলিউডের ছোট নবাব। সেখানে তাকে ঘিরে ধরেছিল একঝাঁক ক্যামেরা। তখনও ‘নো নো’ বলে চিৎকার করে উঠেছিল তৈমুর।
মার্চে দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার কথা কারিনার। এরই মধ্যে নতুন বাড়ি ঠিক করেছেন তারা। নিজেদের মতো করে সাজিয়েছেন নতুন বাড়ি। দ্বিতীয় সন্তান জন্মের আগেই নতুন বাড়িতে উঠবেন সাইফ-কারিনা। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।