কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে ওয়ালী নেওয়াজ খান কলেজ কেন্দ্রে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুর থেকে স্থগিত করা হয় ওই কেন্দ্রের ভোটগ্রহণ।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় আহত হয়েছেন আওয়ামী লীগের ৫ সমর্থক। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা আওয়ামী লীগের সভাপতি এড. কামরুল আহসান শাহজাহান অভিযোগ করে বলেন, কেন্দ্রের ভিতরে নৌকা সমর্থকদের ওপর অতর্কিত হামলা করে ধানের শীষের প্রার্থীর সমর্থকরা। এ সময় ৫ জন আহত হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকার কথা স্বীকার করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার।