গুরুতর অসুস্থ অবস্থায় গত নভেম্বরে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা তাসকিন রহমান। তার চোখে সার্জারি করা হয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়ার চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এ অভিনেতা। সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই পরিচালক তানিম রহমান অংশু।
১৬ জানুয়ারি (শনিবার) বিকেলে তিনি বলেন, ওর শারীরিক অবস্থা উন্নতির দিকে। কিন্তু উন্নতি ধীরে ধীরে হচ্ছে। ফেব্রুয়ারিতে আরেকটি সার্জাারি হওয়ার কথা রয়েছে। তারপর বোঝা যাবে কবে নাগাদ সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরতে পারবে সে।
অংশু জানান, সার্জারির পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তাসকিন। সব কাজ থেকে বিরত আছেন আপাতত। মানসিক চাপ মুক্ত থাকতে চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।
অস্ট্রেলিয়া প্রবাসী তাসকিন বাংলাদেশে থাকা অবস্থায় গত আগষ্ট মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিমান যোগাযোগ কিছুটা স্বাভাবিক হলে গত নভেম্বরে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া চলে যান তিনি।
২০১৭ সালে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে তাসকিনের। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন এ অভিনেতা। তারপর অভিনয় করেন ‘বয়ফ্রেন্ড’ ও ‘যদি একদিন’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে তাসকিন অভিনীত ‘মিশন এক্সট্রিম’, ‘শান’, ‘ক্যাসিনো’, ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’, ‘ওস্তাদ’ ও ‘গিরগিটি’।
১৪ জানুয়ারি মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত ‘জানোয়ার’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন তাসকিন। মুক্তির পর বেশ প্রশংসা পাচ্ছে সিনেমাটি। নেটিজেন এবং সমালোচকদের নজর কেড়েছে এটি।