নেত্রকোনার মোহনগঞ্জে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে আওয়ামী লীগের দুই কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই সব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ-বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মোহনগঞ্জ পৌরসভার ২, ৮, ৫ নম্বর ওয়ার্ডের ভোট চলাকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ২ নম্বর ওয়ার্ডের আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর পদপ্রার্থী শফিকুল আলম চৌধুরী সবুজের পক্ষে জালভোট দেওয়া নিয়ে সংঘর্ষ বাধে আরেক পক্ষের সঙ্গে। এসময় লাটিসোটা নিয়ে অন্য তিন প্রার্থীর সমর্থকরাই মাঠে জড়ো হতে থাকে। সেখানে কাউন্সিলর শফিকুলের সমর্থকরা মারধরের শিকার হন।
অন্যদিকে ৮ নম্বর ওয়ার্ডে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী আল্লাদ মিয়ার প্রবেশকে কেন্দ্র করে বাইরে থেকে অন্যান্য প্রার্থীর সমর্থকরা ধাওয়া করে বিদ্যালয় মাঠে ঢুকে ভাঙচুর শুরু করে। পরে সেখানে বিজিবি, র্যাব সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে, এক কিলোমিটার এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
মোহনগঞ্জে মোট ৯টি ভোট কেন্দ্রের ৬৭টি ভোট কক্ষে অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ। ভোটার সংখ্যা ২১ হাজার ৪ শ ৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৪ শ ১৪ জন, নারী ১০ হাজার ৯ শ ৯১ জন। ৪ জন মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর ৩৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক কাজি আবদুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশা করছি আর কোনো বিশৃঙ্খলা হবে না।