মিথ্যা সংবাদ বা তৈরি করা সংবাদ প্রচার না করে সঠিক সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এ সময় তিনি বলেন, ‘সংবাদ পরিবেশন করলে মানুষ সচেতন হয়, সরকার সচেতন হয়। সরকার সঠিক সিন্ধান্ত নিতে পারেন। কিন্তু কিছু কিছু লোক আছেন, তারা সংবাদ তৈরি করেন। সংবাদ তৈরি করে বিক্রয় করার চেষ্টা করেন।’
শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘সংবাদ তৈরির দরকার নাই। সংবাদ পরিবেশন করলেই আপনাদের ভালো চলবে। টেলিভিশন ও পত্রিকা ভালো চলবে। সঠিক নিউজটা দিবেন। এটাই আপনাদের দায়িত্ব।’
করোনার টিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘করোনার টিকা এ মাসের শেষের দিকে আসার সঙ্গে সঙ্গে তা দেওয়া শুরু হবে। সেজন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে।’
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।