পৌর নির্বাচনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় একটি কেন্দ্রে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে এক আনসার সদস্য আহত হয়েছেন। এছাড়া, পাবনার ঈশ্বরদী পৌর নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থীকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মোংলা বন্দর পৌরসভা ও ঝিনাইদহের শৈলকূপায় হাতাহাতি ও সংঘর্ষ হয়েছে।
পাবনা
পাবনার ঈশ্বরদী পৌর নির্বাচনে সকাল ৯টার দিকে ইসলামীয়া আলিম মাদরাসা কেন্দ্রে যান বিএনপির মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন। তিনি অভিযোগ করেন, এ সময় পুলিশের উপস্থিতিতেই আওয়ামী লীগ প্রার্থীর লোকজন তাকে ও ধানের শীষের সমর্থকদের মারধর করে বের করে দেয়।
ফেনী
সকাল ৮টা থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিলো ফেনীর দাগনভূঞা পৌর নির্বাচনে। সকাল দশটার দিকে গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হঠাৎ পরপর দু'টি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় ওই কেন্দ্রে দায়িত্বে থাকা আনসার সদস্য আরিফুল আহত হন। এতে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরপরই দুই কাউন্সিলর প্রার্থীর লোকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে দুইজন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকূপা পৌর নির্বাচনে খুলনা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে মাঠের মধ্যে প্রায় আধাঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া হয়, নৌকার প্রার্থী কাজী আশরাফুল আজম ও স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈয়বুর রহমান খানের লোকজন। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত দু'জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে, ঝাউদিয়া ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈয়বুর রহমান খানের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠে।
মোংলা
বাগেরগাটের মোংলা পোর্ট পৌর নির্বাচনে টি এ ফারুক সরকারি প্রাথমিক কেন্দ্রে, এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কবির হোসেন ও হাবিবুর রহমানের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জেরে তাদের মধ্যে হাতাহাতি হয়। এতে উভয়পক্ষের ২-৩ জন আহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।