দীর্ঘদিন পর ইপিএলের শিরোপা জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। দলকে শিরোপা উপহার দিতে বদ্ধ পরিকর ফরোয়ার্ড মার্কোস রাশফোর্ড। ক্যারিয়ারে তার আদর্শ আর্সেনালের সাবেক ফুটবলার থিয়েরি অঁরি। এ মৌসুমে অন্যসব ক্লাবের চেযে পেনাল্টি পাওয়ায় বেশ এগিয়ে ইউনাইটেড। এ জন্য কৃতিত্বটা সাবেক কোচ হোসে মরিনিয়োকে দিয়েছেন ২৩ বছর বয়সী এ ফুটবলার। মরিনিয়োই নাকি শিখিয়েছেন কিভাবে বিপদের মধ্যেও কৌশলে পেনাল্টি আদায় করে নিতে হয়।
স্যার অ্যালেক্স ফার্গুসন যুগের অবসানের পর আর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ছুয়ে দেখা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। সময়ের স্রোতে কোচ হিসেবে এসেছেন অনেক রথী-মহারথী। কিন্তু পুরোনো সেই সাফল্যের দেখা আর পায়নি ইউনাইটেড। অনেকদিন পর এবারের প্রিমিয়ার লিগ ফুটবলে শিরোপার সম্ভাবনা দেখা দিয়েছে রেড ডেভিলদের। ১৭ ম্যাচ শেষে ৩৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে ইউনাইটেড।
তিন পয়েন্ট পেছনে লিভারপুল। রোববার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে অলরেডদের হারাতে পারলে স্বপ্নটা আরও পাকাপোক্ত হবে। ক্লাবের হয়ে দীর্ঘদিনের শিরোপার বন্ধ্যাত্ব ঘোচাতে মুখিয়ে আছেন দলের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সদস্য মার্কোস রাশফোর্ড।
ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার রাশফোর্ড বলেন, একটা শিরোপা আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। সমর্থকরাও তাকিয়ে আছে আমাদের দিকে। জানি না স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা। তবে এবার আমরা চেষ্টা করব। লিভারপুলের বিপক্ষে জিততে পারলে অনেকটা এগিয়ে যেতে পারব। এখনও অনেক পথ বাকি। সতর্ক হয়েই খেলতে চাই।
মাত্রই ইংলিশ ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন থেকে বিশেষ পুরস্কার পেয়েছেন রাশফোর্ড। জানালেন আজের এই অবস্থানের পেছনে ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমির অবদান অনেক। ক্যারিয়ারে অনেক কিছুই তিনি নাকি আর্সেনাল তারকা থিয়েরি অরির কাছে শিখেছেন।
রাশফোর্ড বলেন, আমি যখন একাডেমিতে খেলি, তখন থিয়েরি অরি আমাকে সব সময় আকর্ষণ করতো। তার কাছে থেকে আমি অনেক কিছুই শিখেছি।
অঁরির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও সাবেক কোচ হোসে মরিনিয়োকে একরকম বিপাকেই ফেলেছেন রাশফোর্ড। কারণ সাম্প্রতিক সময়ে ম্যাচ চলাকালীন অন্য ক্লাবের তুলনায় একটু হলেও বেশি পেনাল্টি পাচ্ছে ইউনাইটেড। কদিন আগে লিভারপুল কোচ ক্লপও গণমাধ্যমে এমন দাবি তুলেছেন। এ বিষয়ে জানতে চাইলে রাশফোর্ড জানান ম্যাচে পেনাল্টি পাওয়ার কৌশল তিনি নাকি সাবেক কোচ মরিনিয়োর কাছেই শিখেছেন।