ইংলিশ প্রিমিয়ার লিগে দুঃসময় পেছনে ফেলার লক্ষ্য নিয়ে মাঠে নামবে চেলসি। ওয়েস্ট লন্ডন ডার্বিতে তাদের প্রতিপক্ষ ফুলহ্যাম। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মাঠে নামবে ব্লুরা।
এদিকে বুন্দেস লিগায় রাত সাড়ে ৮টায় মেইঞ্জের মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড।
বেশিদিন আগের কথা নয়, ইয়ুর্গেন ক্লপ বলেছিলেন- এবারের ইপিএল শিরোপা জয়ের বড় দাবিদার চেলসি। গেলো কয়েক ম্যাচের পারফরম্যান্স দেখে লিভারপুল কোচ হয়তো মত পাল্টেছেন।
ক্লপের চোখে ফেবারিট যে ল্যাম্পার্ডের দল, সবশেষ ৬ লিগ ম্যাচে মাত্র একবার জিততে পেরেছে তারা। শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে পাক্কা ১০ পয়েন্ট কম নিয়ে টেবিলের ৯ এ আছে ২৬ পয়েন্ট পাওয়া চেলসি।
২০০৬ সালের পর আর লিগে ফুলহ্যামের কাছে হারেনি জায়ান্টরা। ১৪ বছরের সাফল্যের ইতিহাসও অবশ্য ব্লুজ কোচকে নির্ভার থাকতে দিচ্ছে না।
চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড বলেন, ফুলহ্যাম ভালো খেলছে। সম্প্রতি টটেনহ্যাম আর লিভারপুলের সঙ্গে ড্র করেছে। তবে আমি আমাদের ট্রেইনিং আর ড্রেসিংরুমের পরিবেশ নিয়েই বেশি ভাবছি। যখন পরিস্থিতি অনুকূলে থাকে না তখন মানসিকভাবে ইতিবাচক থাকাটাই সবচেয়ে জরুরি। ফিটনেস নিয়েও আমরা অনেক কাজ করেছি। ভালো ফলাফল পেতে ফিটনেসের গুরুত্ব অপরিসীম।
১৯ জানুয়ারি লেস্টার সিটির বিপক্ষে কঠিন ম্যাচের আগে মোমেন্টাম ধরে রাখতে চাইবেন ইংলিশ কোচ। তাই একাদশ সাজাতে কৌশলী হতে হবে তাকে। শুরুর একাদশে ঠাঁই পাবার দৌড়ে কাই হেভার্টজের চেয়ে খানিকটা এগিয়ে টিমো ওয়ের্নার। ফিরতে পারেন জর্জিনহো। সাসপেনশনের কারণে এ ম্যাচে চেলসির রক্ষণভাগে এনগোলো কান্তের সার্ভিস পাওয়া যাবে না। তবে স্বস্তির বিষয়- কোচ ফিট পাচ্ছেন রিস জেমস ও ক্রিস্টেনসেনকে।
এদিকে বুন্দেস লিগায় শিরোপার লড়াই অব্যাহত রাখতে টেবিলের তলানির দল মেইঞ্জ বড় বাধা হওয়ার কথা নয় বরুশিয়া ডর্টমুন্ডের। ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ৫ পয়েন্ট কম নিয়ে ৪-এ আছে তারা।
লাইপজিগের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন এক্সেল উইটসেল। পুরো মৌসুমই মাঠের বাইরে থাকতে হতে পারে এ বেলজিয়ান মিডফিল্ডারের। উইটসেলের জায়গায় একাদশে নিয়মিত দেখা যেতে পারে এমরি চ্যানকে। আক্রমণভাগে কোচ এডিন টার্জিকের মূল ভরসা আরলিং হ্যালান্ড, মার্কো রিউস, জ্যাডোন স্যাঞ্চোরাই।