নিয়মিত ক্রিকেটারদের অনেকেই নেই। এটাকেই দলে নিজের জায়গা পাকা করার মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলের সহ-অধিনায়ক সুনিল আমব্রিস। আসন্ন সিরিজের তিন ম্যাচে অন্তত একটা সেঞ্চুরি করতে চান এই ব্যাটসম্যান। দলের অনেকে অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও সেটা নিয়ে না ভেবে দিয়েছেন ইতিবাচক ক্রিকেট খেলার পরামর্শ। বাংলাদেশের বিপক্ষে ২৪০ বা ২৫০ রান করলেও তা ডিফেন্ড করা সম্ভব বলে বিশ্বাস তার।
বাংলাদেশ সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ দলটা অনভিজ্ঞ। নানা অজুহাতে আসেন নি বড় তারকারা। বাংলাদেশের বিপক্ষে এর আগেও একবার দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নেমেছিল ক্যারিবিয়ানরা। সেই সিরিজের ফল সবারই জানা। আর এবার তো বাংলাদেশের মাটিতে খেলা। কাগজে-কলমে ফেবারিট সাকিব-তামিমরাই।
কিন্তু মাঠে নামার আগেই যেন দল হার না মানে, সে জন্য ক্যারিবিয়ানদের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েড। দিয়েছেন বাংলাদেশ সফরে ভালো করার অনুপ্রেরণা।
জাতীয় দলে সুনিল আমব্রিস সবশেষ খেলেছেন ১০ মাস আগে। ছিলেন না ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ড সফরে। এবার দলে ফেরার সঙ্গে পেয়েছেন ওয়ানডের সহ অধিনায়কত্ব। ক্লাইভ লয়েডের দেওয়া মন্ত্রই হয়তো উজ্জীবিত করেছে এই ব্যাটসম্যানকে।
বাংলাদেশের বিপক্ষে খেলা ৩ ওয়ানডেতে ৬৫ গড়ে করেছেন ১৩০ রান। এবার রেকর্ডটা সমৃদ্ধ করার পাশাপাশি, নিয়মিতদের অনুপস্থিতির সুযোগটাও কাজে লাগাতে চান আমব্রিস। নির্ধারণ করেছেন ব্যক্তিগত লক্ষ্য।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলের সহ অধিনায়ক সুনিল আমব্রিস বলেন, ওয়ানডেতে আমি ওপেনিং করব এটা জেনেই মাঠে নামব। এটাই আমার জন্য সুযোগ। আমি দলে নিজের জায়গা পাকা করতে চাই। সিরিজের তিন ম্যাচে অন্তত একটা সেঞ্চুরি করার লক্ষ্য আমার।
উইন্ডিজ ওয়ানডে দলে এমন অনেকেই আছেন যারা অভিষেকের অপেক্ষায়। অভিজ্ঞতা না থাকলেও তাদের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই আমব্রিসের। আন্তর্জাতিক ম্যাচ হলেও সেটা নিয়ে না ভেবে আমব্রিস দিলেন ইতিবাচক মানসিকতা নিয়ে খেলার পরামর্শ।
সুনিল আমব্রিস বলেন, দলের অনেকেই অনভিজ্ঞ। তবে তারা সবাই প্রতিভাবান। আন্তর্জাতিক সার্কিটে তারা হয়তো নতুন। কিন্তু ক্রিকেট খেলছে দীর্ঘদিন ধরেই। ইতিবাচক মানসিকতা থাকলে তাদের জন্য কাজটা সহজ হবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ পাঁচ ওয়ানডেতে জয় আছে বাংলাদেশের। আসন্ন সিরিজের ফল নিয়ে কোনো আগাম মন্তব্য না করলেও নিজ দলের বোলারদের ওপর আস্থা রাখছেন আমব্রিস। ২৪০-২৫০ রান করলেও সেটা ডিফেন্ড করার সামর্থ্য উইন্ডিজ বোলারদের আছে বলে বিশ্বাস আমব্রিসের।