ক্রিস্টিয়ানো রোনালদোর উত্থান পর্ব শুরু ম্যানচেস্টার ইউনাইটেডে। ফুটবল দুনিয়ার নজর কাড়েন ইংলিশ ক্লাবটিতে খেলেই। সেই ক্লাব ক্রিস্টিয়ানো ছেড়েছেন ২০০৯ সালে। আর যাকে নিয়ে এখন আলোচনা সেই ব্রুনো ফার্নান্দেজ ওল্ড ট্র্যাফোর্ডে এসেছেন গেল মৌসুমে। চলতি মৌসুমে বেশ নজর কাড়ছেন রোনালদোরই স্বদেশি।
আসার পর থেকে নজর কেড়েছেন সবার। এবার ইপিএলের ডিসেম্বর মাসের সেরা ফুটবলারও নির্বাচিত হলেন তিনি।
এর ফলে ইপিএলে নিজের ১ম বছরেই এমন একটি রেকর্ড গড়েছেন ২৬ বছর বয়সী এই তরুণ, যেটি মোটামুটি হতবাক করে দিয়েছে সবাইকে। এক ক্যালেন্ডার ইয়ারে ৪ বার জিতে নিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের মাস সেরা ফুটবলারের খেতাব।
গেল বছরের করোনাভাইরাসের থাবায় ৩ মাস বন্ধ ছিল ইপিএল। তার মানে মাঠে খেলা গড়িয়েছে ৯ মাস। এরমধ্যে ৪ মাসেই সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। গেল নভেম্বর ও ডিসেম্বরে টানা ২ বার সেরা ফুটবলার নির্বাচিত হলেন ব্রুনো। এর আগে ফেব্রুয়ারি ও মে মাসেও ইপিএলের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন তিনি।
মূলত মিডফিল্ডার হলেও, রেড ডেভিল শিবিরে তার অন্তর্ভুক্তি মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। তার ক্লাস এবং সৃজনশীলতা মুগ্ধ করছে সবাইকে।
বেশ কয়েক বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডকে ইপিএল টেবিলের শীর্ষে উঠানোর ক্ষেত্রে বড় ভূমিকাটাও এই পর্তুগিজ তারকার।
ডিসেম্বর মাসেরও সেরা ফুটবলার নির্বাচিত হওয়ার পর প্রিমিয়ার লিগের ওয়েবসাইটকে ব্রুনো জানিয়েছেন, ৩ গোল আর ৪ অ্যাসিস্ট অবশ্যই ভালো একটা মাসের জানান দেয়। গোল করা এবং সতীর্থদেরকে দিয়ে গোল করানো দারুণ কাজ। আমি খুব খুশি যে সেসব করতে পারছি। ট্রফি জিততে ভালো লাগে। আমি চাই দলের জন্যও ট্রফি জিততে। এখনই লিগ চ্যাম্পিয়ন হতে পারবো কিনা বলা মুশকিল। তবে আমাদেরকে কঠোর পরিশ্রম করে যেতে হবে। আমরা সেরা দলগুলোর বিপক্ষে লড়ি তবে লক্ষ্য থাকে তিন পয়েন্ট অর্জন করা।
চলতি মৌসুমে প্রথমবারের মতো কোন ফুটবলার জিতে নিলেন পরপর দুইবারের মাসসেরা ফুটবলারের খেতাব। সবমিলিয়ে এখন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে ৩১ ম্যাচে তার গোল ১৯টি।
ইপিএলে সবচেয়ে বেশিবার প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, বার্গক্যাম্প, থিয়েরি অঁরি, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, স্কোলস, শিয়েরার ও ভার্ডি।