ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির (টিআরইউ) ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ৩৮ জনকে সাধারণ সদস্য করে ৫৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও বলাকা উদ্যানে সাংগঠনিক এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- সভাপতি এমদাদুল ইসলাম ভূট্টো (জিটিভি ও সারাবাংলা), সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান, রেজাউল করিম প্রধান, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাকির হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এসএম মশিউর রহমান, অর্থ সম্পাদক জিয়াউর রহমান বকুল, দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক, প্রচার সম্পাদক রেদওয়ানুল হক মিলন, তথ্য ও গবেষণা সম্পাদক সোহেল রানা সাঈদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুরজ্জামান, কার্যনির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম, আল-মামুন জীবন, আজম রেহমান, জসিম উদ্দিন ইতি, রুবেল রানা।
এ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।