স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরে হয়ে গেল হাফ ম্যারাথন। এতে দেশ-বিদেশের ৬০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। আয়োজকরা বলছেন, স্বাস্থ্য সচেতনতা ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে তাদের এ আয়োজন।
কুয়াশাভেজা ভোর। যে যার মতো দৌড়। উদ্দেশ্য শরীর, মন চাঙা রেখে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো।
বিশ্বব্যাপী জনপ্রিয় ম্যারাথন শীতে পায় বাড়তি মাত্রা। গাজীপুরের দৌড়বিদরাও এবার সেই উৎসবে মাতল। দলে দলে শামিল হয়েছেন ম্যারাথনে।
শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে শুরু হয় প্রতিযোগিতা। ১০ ও ২১ কিলোমিটার ক্যাটাগরিতে মোট ৬০০ প্রতিযোগী অংশ নেন। নগরীর আব্দুল মজিদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে জয়দেবপুর-ভুরলীয়া সড়ক ধরে চলে টানা ৩ ঘণ্টা। এর আগে নগরীর মাঠে তাঁবু গেড়ে রাতযাপন করেন অংশগ্রহণকারীরা।
দূর-দূরান্ত থেকে আসা প্রতিযোগীরাও থাকেন তাঁবু গেড়ে। করোনার সময় এমন ম্যারাথনে অংশ নিতে পেরে খুশি তারা।
দেশের সর্বমহলে স্বাস্থ্য সচেতনতা ও যুবসমাজকে মাদকমুক্ত করতেই এ আয়োজন বলে জানান আয়োজকরা। পরে বিজয়ী প্রথম দুই জনকে সাত হাজার টাকা। দ্বিতীয় দুজনকে ৫ হাজার ও তৃতীয় দুজনকে ৩ হাজার করে আর্থিক সম্মাননা দেওয়া হয়।