নিয়মনীতির তোয়াক্কা না করেই গাইবান্ধায় শহরতলীর পুলিশ লাইনের পাশে গড়ে ওঠা ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল থেকে পাঁচ ঘণ্টায় ৮টি অবৈধ ইটভাটা থেকে ৫৪ লাখ টাকা জরিমানা আদায় করে পরিবেশ অধিদপ্তর। ভাটাগুলো বন্ধের নির্দেশও দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের ম্যাজিষ্ট্রেট আবু হাসান বলেন, 'আমাদের অর্থদণ্ড নেওয়াটা আসল উদ্দেশ্য না। আমরা চাই মানুষ পরিবেশ মেনে কাজ করুক। তো ইটভাটার মালিকদের দেখা যায় যে তারা এই ছাড়পত্র ছাড়াই তারা ইটভাটা পরিচালনা করেন। আমরা সেই বিষয়টার দিকে গুরুত্ব দিচ্ছি।'
পরিবেশ অধিদপ্তরের অভিযানে নাখোশ ভাটা মালিকরা। আবেদন করেও অনুমোদন পাওয়া যায়না বলে দাবি তাদের।
অন্যদিকে, পরিবেশ ধ্বংসকারীদের কবল থেকে প্রাণ-প্রকৃতি বাঁচাতে অভিযান অব্যাহত রাখার দাবি পরিবেশ আন্দোলনের নেতাদের।
গাইবান্ধা পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি বলেন, 'নতুন করে আবার যেন এই ইটভাটা গজিয়ে না উঠে সেদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি অনুরোধ করছি।'
গত রবিবার র্যাব ও ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে পলাশাবাড়িতে অভিযান চালিয়ে ১২টি ইটভাটায় ১৬ লাখ টাকা জরিমানা করে প্রশাসন। এর আগে গোবিন্দগঞ্জেও ১৩টি ইটভাটা বন্ধের নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর।