স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলোকে মার্জিন ঋণের সুদের হার সর্বোচ্চ ১২ শতাংশ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি।
বুধবার (১৩ জানুয়ারি) রাজধানীর শের-ই বাংলানগরে সিকিউরিটিজ কমিশন ভবনে আয়োজিত সংস্থাটির ৭৫৭তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম। পরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো মার্জিন ঋণের বিপরীতে গ্রাহকের কাছ থেকে কস্ট অব ফান্ড এর সঙ্গে অতিরিক্ত সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় করতে পারবে। তবে, সব মিলিয়ে তা ১২ শতাংশের বেশি হতে পারবে না।
মার্জিন ঋণ দেয়ার ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত ভঙ্গ করলে ২ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্তও নেয়া হয়েছে সভায়।
সভায় আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ৫শ' কোটি টাকার ৪ বছর মেয়াদী আনসিকিউরড, নন-কনভার্টেবল, জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন ফান্ড, করপোরেটস-সহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। উল্লেখ্য, এই বন্ড ইস্যু করার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড'র চলমান আর্থিক চাহিদা পূরণ করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অবহিত মূল্য ৫০ লাখ টাকা ধরা হয়েছে।