চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অস্থিতিশীল করতে একটি সিন্ডিকেট প্রাণহানির ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।
বুধবার (১৩ জানুয়ারি) সকালে নগরীর বহদ্দারহাট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তিনি এ কথা বলেন। এ সময় বিএনপি-জামায়াতের ওপর এ ঘটনার দায় চাপান রেজাউল করিম চৌধুরী।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, একটা সিন্ডিকেট চাচ্ছে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ যাতে নষ্ট করা যায় এবং মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা যায়। এগুলো বিএনপির কারসাজি নয় তা কীভাবে বলবো।
এদিকে, নগরীর বন্দর এলাকায় প্রচারণার সময় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকলে ভোটাররা আতঙ্কিত হয়ে ভোটকেন্দ্র বর্জন করবে বলে আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনের।
সিটি নির্বাচনকে ঘিরে সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ সাতজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।