সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিনের পর এবার বিভিন্ন রাজ্যে ভারত বায়োটেকের কোভ্যক্সিন পাঠানো শুরু করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে পুনের সেরাম ইনস্টিটিউট থেকেও করোনার ভ্যাকসিন সরবরাহ অব্যাহত রয়েছে। ভ্যাকসিনেশন কার্যক্রম শুরুর আগেই দেশের সব প্রান্তে টিকা পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছে ভারতীয় কর্মকর্তারা।
এদিকে সাধারণ মানুষের পর এবার করোনার ভ্যাকসিন বিতরণ কার্যক্রম নিয়ে প্রশ্ন তুললেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরসহ প্রশাসনের কর্মকর্তারা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর বলেছেন, চাহিদার তুলনায় ভ্যাকসিন সরবরাহের পরিমাণ অপ্রতুল। এদিকে মার্কিন চিকিৎসকরা জানিয়েছেন, অ্যালার্জি রোগীরাও করোনার ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।
মার্কিন চিকিৎসক ডা. ডং পাউ বলেন, কিছু গণমাধ্যম জানিয়েছে, করোনার ভ্যাকসিন নেওয়ার পর গ্রহীতাদের নিম্ন রক্তচাপ এবং শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রের ফাইজার কিংবা মর্ডানার টিকার ক্ষেত্রে এমন কোন বিষয় পাওয়া যায়নি।
অন্যদিকে মর্ডানার করোনার টিকার প্রথম চালান গ্রহণ করলো স্পেন। মার্কিন প্রতিষ্ঠানটির কাছ থেকে, ১২ হাজার ৮৫০ জনকে প্রয়োগের জন্য ৩৫ হাজার ৭শ' ডোজ টিকা নিয়েছে স্পেন।
ভ্যাকসিন কেনার জন্য চীনের সিনোভ্যাকের সঙ্গে চুক্তি করেছে মালয়েশিয়া। এর আওতায় এক কোটি ৪০ লাখ ডোজ টিকা পাবে দেশটি।
চীনের তৈরি ভ্যাকসিন, করোনাভ্যাকের কার্যকারীতার ফলাফল জানিয়েছে ব্রাজিল। দেশটির গবেষকরার জানিয়েছেন, টিকাটি কার্যকারী এবং বিতরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।