রাজধানীর তেজগাঁও থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১২ জানুয়ারি) তেজগাঁও থানাধীন আরজত পাড়া থেকে মো. ইসমাইল শেখ (৩২) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময়ে উগ্রবাদী পুস্তিকা, লিফলেট ও পরিকল্পনার কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন উদ্ধার করা হয়।
র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পলাতক আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ফলশ্রুতিতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আনসার আল ইসলামের একজন সদস্য রাজধানীর তেজগাঁও থানাধীন আরজত পাড়ায় সংগঠনের অন্য সদস্যদের সাথে গোপন মিটিংয়ে অংশ নিতে যাচ্ছে। পরে র্যাব-২ এর আভিযানে মঙ্গলবার সন্ধ্যায় ৭টায় নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের সক্রিয় সদস্য মো. ইসমাইল শেখকে (৩২) গ্রেফতার করে র্যাব।
গ্রেফতার হওয়া জঙ্গি সদস্যকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র ইসলামী জঙ্গিবাদী বই ও প্রচারপত্র নিজের দখলে রেখে ও প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক পুস্তিকা, লিফলেট ও মোবাইল থেকে জঙ্গিবাদের সাথে জড়িত থাকার সরাসরি প্রমাণ পাওয়া গেছে।
এর আগে, আনসার আল ইসলামের আরও ৪ শীর্ষ জঙ্গিকে গ্রেফতার করে র্যাব।