দলীয় চেয়ারপারসন থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে সরকার পতনের আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন হয়। এ সময় নেতারা অভিযোগ করেন- ভ্যাকসিন আমদানির নামে আবারো লুটপাটের ষড়যন্ত্র করছে সরকার।
বুধবার (১৩ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তব্যে নেতারা দাবি করেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই এ গ্রেফতারি পরোয়ানা। মামলা তুলে না নিলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী মতকে দমিয়ে রাখতেই একের পর এক মামলা দিয়ে পরোয়ানা জারি করছে সরকার।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ প্রত্যেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার দাবি জানান মির্জা ফখরুল।
এ সময় কোভিড ভ্যাকসিন আমদানি নিয়ে আবারও লুটপাটের বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলেও অভিযোগ করেন তিনি।